Song Credit
Title : Lutu Putu Ge
Singar : Bibhash & Savitri Karmakar
Lyrics : Mukesh Kumar
Lyrics Edit by : Jaydeb Sarkar
Lyrics Label : Adhilyrics™
- বাংলা গানের লিরিক্স ,"লুটু পুটু গে,"
তোকে দেখে মন করে লুটু পুটু গে ।।
তোর গোরা গালে দিব চুখু গে ।।
আমার গোরা গাল দেখে হলি লুটু পটু রে ।।
কেনে দিব আমি চুখু রে ।।
কেনে দিব আমি.....
যখন চলিলু দুলিলুচুর পুচুর গে ।।
তোর খোঁপা হিলে ঝুপুর ঝুপুর গে ।।
কেনে ভালিস তুই টুকুর টুকুর রে ।।
আমার বুকটা করে ধুকুর, ধুকুর রে ।।
আমার বুকটা করে .....
ধনে গোরা গালে গোদুল গোদুল গে ।।
ধনে ছতে গেলে করে লেবর, লেবর গে ।।
ধনে ছতে গেলে করে.....
কেনে করিস ছোরা হোচোর ফোচোর রে ।।
তোর মুখুটা করে ছোখোর, ছোখোর রে ।।অ
তোর মুখুটা করে....