Song : Mayay Ghera Ei Shongshare (মায়ায় ঘেরা এই সংসারে)
গায়ক : রথিন্দ্রনাথ রায়
গীতিকার : তোজাম্মেল হক বকুল
সুর : আবু তাহের
সঙ্গীত : আবু তাহের
Movie : Beder Meye Josna
- Lyrics in bengali (Mayay Ghera Ei Shonghare)
মায়া গরা এই সংসারে
কেউ আসে কেউ ফিরে
মিছে কেনো কাঁদিস রে তুই
নোদীর কিনারায় (২)
মনরে.. (মিছে কেনো কাঁদিস রে
তুই নোদীর কিনারায়)
পুশলি যারে সুখের ঘরে
বাঁধন ছেড়ে যায় সে উরে
দাতা সিলে যেতে হবে
মাটির ঘরে বিছানায়
মিছে কেনো কাঁদিস রে তুই
নদীর কিনারায় (২)
(যে মরন কারো কথা শুনে না, মরন যেথায় সেথায়
সবাই দিতে পরে না,)
পুষলি যারে সুখের ঘরে
বাঁধন ছেড়ে যায় সে উরে
দাতা সিলে যেতে হবে
মাটির ঘরে বিছানায়
মিছে কেনো কাঁদিস রে তুই
নোদীর কিনারায় (২)
জগৎ চলে যার ইশারায়
বাঁচা মরা তার করুনায়
যমের ঘরে যমের আলো
মাটির ঘরে বিছানায়
মিছে কেনো কাঁদিস রে তুই
নদীর কিনারায় (২)
মায়া গরা এই সংসারে
কেউ আসে কেউ ফিরে
মিছে কেনো কাঁদিস রে তুই
নদীর কিনারায় (২)
মনরে.. (মিছে কেনো কাঁদিস রে
তুই নোদীর কিনারায়)
মনরে.. (মিছে কেনো কাঁদিস রে
তুই নোদীর কিনারায়)