Tomar Bari Koi Go Nari Lyrics (তোমার বাড়ি কই গো নারী) - Nakul Biswas

Anonymous

Song Credit

Title : Tomar Bari Koi Go Nari

Artist : Nakul Biswas 

Editor Lyrics : Jaydeb 


  • বাংলা গানের লিরিক্স 

বাবার বাড়ি এই গাঁয়ে

শশুর বাড়ি ঐ

তোমার বাড়ি কই গো নারী?

তোমার বাড়ী কই?

সারা জীবন ভাত রাধলি পরের হাড়িতে

আপন ভেবে বাস করলি পরের বাড়িতে।

যেমন পরের ঘরে বেঁধে বাসা

বাস করে চড়ুই ।

তোমার বাড়ি কই গো নারী ?

তোমার বাড়ি কই?

শিশুকাল আর কৈশোর কাটে বাবার আশ্রয়ে

যৌবন কাটে স্বামীর সাথে শশুরালয়ে

বৃদ্ধকালে আশ্রয় নাই আর

ছেলের কাছে রই।

তোমার বাড়ি কই গো নারী? 

তোমার বাড়ি কই?

নকুল কয় নিজের ঠিকানা খুঁজলে না ভবে

মহাকালের পালকি যেন এসে পড়ে কবে

সেদিন বুঝতে পারবে তুমি-আমি এ দেশের কেউ নই!

তবে দেশের বাড়ি কই আমাদের দেশের বাড়ি কই

আসল বাড়ি কই আমাদের আসল বাড়ি কই?

 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!