Jonmo Amar Dhonno Holo Lyrics (জন্ম আমার ধন্য হলো) - Sabina Yasmin | from Adhilyrics

Anonymous

Song Credit 

Title : Jonmo Amar Dhonno Holo

Singer : Sabina Yasmin 

Composer : Azad Rahman 

Lyricist : Naeem Gahar


  • বাংলা গানের লিরিক্স "জন্ম আমার ধন্য হলো"

জন্ম আমার ধন্য হলো মা'গো, এমন করে 

আকুল হয়ে আমায় তুমি ডাক।।

তোমার কথায় হাসতে পারি,

তোমার কথায় কাঁদতে পারি,।। 

মরতে পারি তোমার বুকে ।। 


বুকেই যদি রাখো আমায়

বুকে যদি রাখো মাগো ।

এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক

তোমার কথায় কথা বলি পাখীর গানের মত, 

তোমার দেখায় বিশ্ব দেখি বর্ণ কত শত, ।।


তুমি আ--মা--র,

তুমি আমার খেলার পুতুল,

আমার পাশে থাকো মাগো।

এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক

তোমার প্রেমে তোমার গন্ধে পরান ভরে রাখি, 

এই তো আমার জীবন মরণ এমনি যেন থাকি ৷৷ 


জাগিয়ে দিও নাকো আমায় জাগিয়ে দিও নাকো মাগো।

বুকে তো--মা--র, বুকে তোমার ঘুমিয়ে গেলে

জন্ম আমার ধন্য হলো মাগো,

এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক।।
 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!