Song Credit
Title : Hayre Amar Mon Matano Deshi
Singer : Rumana Islam
Music & Lyricist : Khan Ataur Rahman
Lyrics editor : Jaydeb Sarkar
Copyright : Adhilyrics™
- Hayre Amar Mon Matano Deshi Lyrics in Bengali
হায় রে আমার মন মাতানো দেশ,
হায় রে আমার সোনা ফলা মাটি।
রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না
তোরে এতো ভালোবাসি তবু পরান ভরে না (2)
যখন তোর ওই গাঁয়ের ঘরে ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে।
হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা তলতলে ওই পুকুরে।...
নয়ন পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় (2)
হারায় অবাক চোখে, পলক পড়ে না।।...
রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না
তোরে এতো ভালোবাসি তবু পরান ভরে না
যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায়, সাত সাগরের পশরা।
নদীর বুকে হাতছানি দেয়, লক্ষ ঢেউয়ে, মানিক-জ্বালা ইশারা।...
হায় রে আমার বুকের মাঝে,
হাজার তারের বীণা বাজে
তাদের কথা মনে ধরে না।।...
রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না
তোরে এতো ভালোবাসি তবু পরান ভরে না
হায় রে আমার মন মাতানো দেশ,
হায় রে আমার সোনা ফলা মাটি।
রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না
তোরে এতো ভালোবাসি তবু পরান ভরে না