Song Credits
Title : Eseche Ma
Singer : Keshab Dey, Ankita Bhattacharya
Lyrics : Somraj Das
Music : Keshab Dey
Lyrics editor : Jaydeb Sarkar
Copyright : Adhilyrics™
- Bengali Lyrics in Eseche Ma
(এসেছে মা, দুর্গা মা বছর পরে, আবার এলো মা)
মন মেতেছে, প্রাণ মেতেছে বছর পরে,
মা এসেছে ঢ্যাংকুরাকুর, ঢাকের বোলে আজ আবেগের
এই পঁচাত্তরে, বার্মা-শেলে সবাই মিলে
উৎসবেতে সাজবো রঙিন সাজ...
জমজমাটি আড্ডা গানে,
হুল্লোরেতে সবার প্রাণে উল্লাসে আর আলিঙ্গনে,
সাবেকি এই সন্ধিক্ষণে শহর জুড়ে
খুশিরই মেজাজ মা এসেছে,
মা এসেছে বছর পরে আজ ঢাকের পিঠে
পড়লো কাঠি, জমেছে তল্লাট
হাসি- গানে সবার মনে,
সোহাগের সিঁদুর রঙে সেজেছে
আলোর মেলায় খুশির সীমা নাই
খাওয়া দাওয়া সবাই মিলে,
ফাটাফাটি হোক জমিয়ে
বারোয়ারী উৎসবে আজ চলো
ভেসে যাই উড়ছে উড়ুক মন আকাশে,
আগমনীর এই বাতাসে বাংলা নাচে
আসর জমাই আজকে মায়ের
আটচালাতে মন মানে না,
আর যে কোনো লাজ...
মা এসেছে, মা এসেছে বছর পরে আজ,
ঢাকের পিঠে পড়লো কাঠি জমেছে তল্লাট