Ek khan Pan Chailam Lyrics ( একখান পান চাইলাম ) - Barenya Saha & Ananya Khyada Bhattacharjee | Lyrics in Bengali

Song Credit

Singers  : Barenya Saha & Ananya Khyada Bhattacharjee

Lyrics & Composition : Pt. Ram Kanai Das

Lyrics Labels : Adhilyrics ™

  • বাংলা গানের লিরিক্স "একখান পান চাইলাম "

একখান পান চাইলাম পান দিলে না 

তোমার সনে কিসের পিরীতি, 

একখান পান চাইলাম পান দিলেনা 

তোমার সনে কিসের পিরীতি, 

এগো তোমার সনে কিসের পিরীতি, 

এগো তোমার সনে কিসের পিরীতি 

পিরীতি গো তোমার সনে কিসের পিরীতি, 

এক খান পান চাইলাম পান দিলে না 

তোমার সনে কিসের পিরীতি।।


আমি প্রেম করবো না তারও সনে 

যে জন প্রেমের ভাব না জানে 

সেই প্রেমেতে হয় না বসতি । 

এগো সেই প্রেমেতে হয় না বসতি, 

এগো সেই প্রেমেতে হয় না বসতি 

বসতি গো তোমার সনে কিসের পিরীতি,


আমার প্রেম করিয়া হইলো জ্বালা 

না করছে জন আছে ভালা 

প্রেমের বুঝি এমনই রীতি। 

এগো প্রেমের বুঝি এমনই রীতি, 

এগো প্রেমের বুঝি এমনই রীতি 

রীতি গো তোমার সনে কিসের পিরীতি, 

একখান পান চাইলাম পান দিলে না 

তোমার সনে কিসের পিরীতি।।


দ্বীন রামকানাই এ বলে সুজনে সুজনে মিলে 

প্রেম করলে হয় না দুৰ্গতি, 

এগো মরণে হয় সঙ্গেরো সাথী, 

এগো মরণে হয় সঙ্গেরো সাথী 

সাথী গো তোমার সনে কিসের পিরীতি, 

এক খান পান চাইলাম পান দিলেনা 

তোমার সনে কিসের পিরীতি, 

এগো তোমার সনে কিসের পিরীতি, 

এগো তোমার সনে কিসের পিরীতি 

পিরীতি গো তোমার সনে কিসের পিরীতি,

 

Previous Post Next Post