Song Credit
Title : O Mon Pakhi
Singer : Shreya Ghoshal and Rana Majumdar
Music : Jeet Ganguly
Lyricist : Prsen
Music label : Surinder Flims
Edit Lyrics : Adhilyrics TM'
Copyright : JDS
- বাংলা গানের লিরিক্স
ও মন পাখি ও মন পাখি
সধু একটা বার ফিরে তাকা
গেলি চোখ ছুঁয়ে বোড়ো কাঁচ দিয়ে
আর বুকটা করে গেলি ফাকা
ও মন পাখি ও মন পাখি
সধু একটা বার ফিরে তাকা
গেলি চোখ চুয়ে বড়ো কাঁচ দিয়ে
আর বুকটা করে গেলি ফাকা
আমার কল্পনারি ঘসে
আর জলপনের ক্যানভাসে
এক ফোটা জোলে মন ভেসে চলে
তোর কথাই বলে
হ্যায় রাব্বা হো
হ্যায় রাব্বা হো
তোর পরশে আমার পরান পাথর গোলে
তোরে ছাড়া আমার একটা দিন না ঢোল
এই রূপর ঘোরে রূপের বাতি জেলে
তোর পায়ের মোলের আওয়াজ গেলি
হ্যায় রাব্বা হো
হ্যায় রাব্বা হো
সা নি সা নি পা নি সা নি সা নি পা নি
রে মা পা রে মা পা রে মা গা
খুজে খুজে ফিরি হোয়েছে মন চুরি
আমকে পলকে ছুঁয়ে যা
আসর আবশে আমি জে রসাতল
এখনও বুঝিনি গোরিয়ে গেছে জল
হ্যায় রাব্বা হো
হ্যায় রাব্বা হো
ও মন পাখি ও মন পাখি
সধু একটা বার ফিরে তাকা
গেলি চোখ চুয়ে বোড়ো কাঁচ দিয়ে
আর বুকটা করে গেলি ফাকা
আমার কল্পনারি ঘসে
আর জলপনারি ক্যানভাসে
এক ফোটা জোলে
মন ভেসে চলে
তোর কথাই বলে
হ্যায় রাব্বা হো
হায় রাব্বা হো
হো তোর পরোশে আমার পরান পাথর গোলে তোরে ছাড়া আমার একটা দিন না ঢোল
ওই রূপর ঘোরে রূপের বাতি জেলে
তোর পায়ের মোলার আজ গেলি ফেলে
হ্যায় রাব্বা হো
হ্যায় রাব্বা হো
- Original Music Video
ও মন পাখি