Shaymo Shundor Girdhari Lyrics (শ্যাম সুন্দর গিরিধারী) - Nazrul Geet | Kazi Nazrul Islam

Mr Jaydeb

Shyamo Shundor Girdhari listen to the beautiful song by Kazi Nazrul Islam. dedicated to lord Krishna, capturing the glory of the melody the lord's flute.

Song Credit
Title             : Shaymo Shundor Girdhari
Album         : Nazrul Geet
Lyrics & Composer : Kazi Nazrul Islam
Music Mix  : Rupak Tiary
Music Label  : SVF Music

  • বাংলা গানের লিরিক্স
শ্যাম সুন্দর গিরিধারী
মানস মধুবনে মধুমাধবী সুরে 
মূরলী বাজাও বনচারী 

মধুরাতে হে হৃদয়েশ 
মাধবী চাঁদ হয়ে এসাে 
 হৃদয়ে তুলিও ভাবেরই উজান 
রস যমুনা বিহারী 

অন্তর মন্দিরে প্রীতি ফুলশয্যায় 
বিলাস করাে লীলা বিলাসী 
আঁখির প্রদীপ জ্বালি 
শিয়রে জাগিয়া রব 
শ্যাম তব রূপ পিয়াসী
কত সাধ আশা গেল ঝরিয়া 
পরাে তাই গলে মালা করিয়া 
নূপুর হইব তব চরণে 
গাঁথি মম নয়নের বারি

  • Music Video Song

Shaymo Shundor Girdhari

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!