Sathi Valobasha Mon Vole Na Lyrics in Bengali

Mr Jaydeb

Sathi Valobasha Mon Vole Na Lyrics From Mon Mane Na Movie

Song Credit

Title            : Sathi Valobasha Mon Vole Na

Movie         : Mon Mane Na

Singer         : JoJo

Music          : Jeet Ganguly

Lyrics          : Priyo Chattopadhyay

Label ©       : SF



  • Sathi Valobasha Mon Vole Na Lyrics in Bengali


ভোলে না  ভোলে না  ভোলে না

 ভোলে না  ভোলে না  ভোলে না

সাথি ভালোবাসা মন ভোলে না

সাথি ভালোবাসা মন ভোলে না


ও কখনও চলার পথে

দুটি পথ মিলে যায়

কখনও এভাবে তারা

দুটি দিকে চলে যায়

মন তবু সাথে চলে না

সাথি ভালোবাসা মন ভোলে না

সাথি ভালোবাসা মন ভোলে না

ভোলে না  ভোলে না  ভোলে না


ভালোবাসা নয় জানি

দু'দিনের খেলা ঘর

তবু ঢেউয়ে ভেঙে যায়

হৃদয়ের বালুচর


এত প্রেম নিয়ে বুকে

দুরে আছি কোন সুখে

এত প্রেম নিয়ে বুকে

দুরে আছি কোন সুখে

সেই কথা মনে বলে না

সাথি ভালোবাসা মন ভোলে না

সাথি ভালোবাসা মন ভোলে না


দু'দিনের পরিচয়

থেকে যায় এ মনে

মুছে না তো কিছু স্মৃতি

কখনও এজীবনে


বুকে নিয়ে সেই ব্যথা

মনে পড়ে তার কথা

বুকে নিয়ে সেই ব্যথা

মনে পড়ে তার কথা

প্রেম তবু ফিরে চলে না

সাথি ভালোবাসা মন ভোলে না

ও.... .সাথি ভালোবাসা মন ভোলে না

ভোলে না  ভোলে না  ভোলে না







#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!