A jibon tomake dilam Song Lyrics - Kumar Sanu & Mitali Mukherjee

A jibon tomake dilam Lyrics - Kumar Sanu & Mitali Mukherjee

Song Credit
Song        : E jibon tomake dilam
Movie       : Attotyag
Singer       : Kumar Sanu, Mitali Mukherjee
Music       : Alauddin Ali
Lyrics        : Mohammad Rafiquzzaman
Starring    : Racy & Sagor
Label         : Anupam

  • বাংলা গানের লিরিক্স
এ জীবন তোমাকে দিলাম বন্ধু,
তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু
তুমি শুধু ভালোবাসা দিও
সুখের চেয়েও সুখ, তুমি যে আমার
প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়
তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু
তুমি শুধু ভালোবাসা দিও

এ জীবন তোমাকে দিলাম বন্ধু
তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু
তুমি শুধু ভালোবাসা দিও

চোখ ভরে দেখেছি, অন্তরে রেখেছি
আরো চাওয়া আরো পাওয়া, রয়েছে বাকি ।
তোমাকেই চেয়েছি, তোমাকেই পেয়েছি
মরণ হলেও যেন, তোমারই থাকি
সুখের চেয়েও সুখ তুমি যে আমার
প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়
তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু
তুমি শুধু ভালোবাসা দিও
 
জানি বলে জেনেছি, প্রান বলে মেনেছি
মন বলে তুমি যে। তার চেয়ে দামী
তুমি ধরা দিয়েছ, কাছে টেনে নিয়েছে
নতুন জীবন যেন পেয়েছি আমি
সুখের চেয়েও সুখ তুমি যে আমার
প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়
তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু
তুমি শুধু ভালোবাসা দিও

এ জীবন তোমাকে দিলাম বন্ধু
তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু
তুমি শুধু ভালোবাসা দিও

  • Original Video Song
A jibon tomake dilam

Previous Post Next Post